চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আজমাইন (২২) প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করতেন। ওই ছাত্রীর পরিবার কিছুদিন আগে আজমাইনের বাবার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার বিকেলে রাস্তা থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে একটি বাড়ির ছাদে ধর্ষণ করা হয়।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে।
Comments