মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর্যালোচনা শনিবার
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১ মার্চ থেকে খুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে আগামী শনিবার আন্তঃমন্ত্রণালয় সভায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমরা এসএসসির জন্য ৬০ কর্ম দিবসের সিলেবাস এবং এইচএসসির জন্য ৮৪ কর্ম দিবসের সিলেবাস দিয়েছি। এর জন্য কত দ্রুত আমরা খুলে দিতে পারি এবং সেখানে স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে তারও সব প্রস্তুতি নিয়েছি।’
এ বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই শনিবারেই আন্তঃমন্ত্রণালয়ের সভাটি হবে। সেদিন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব পহেলা মার্চ থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব নাকি আরও কয়েকদিন সময় নিতে হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘করোনা পরিস্থিতি এখন অন্য দেশের চেয়ে আমদের দেশে অনেক ভালো আছে। সেটি যেনো আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য খারাপ দিকে না যায় সেজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চাই।’
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। কয়েক দফায় এই ছুটি বাড়িয়ে সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
Comments