আহমেদাবাদের পিচ নিয়ে কোহলি-রুটের বিপরীতমুখী মন্তব্য

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট পিচকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। তবে ভারতের দলনেতা বিরাট কোহলি পিচের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না!
root kohli
ছবি: টুইটার থেকে সংগৃহীত

ব্যাটসম্যানদের টিকে থাকার কোনো উপায়ই যেন ছিল না! কখনও বড় বড় বাঁক নিয়েছে বল। কখনওবা হুট করে লাফিয়ে উঠেছে, আবার অপেক্ষাকৃত নিচুও হয়ে গেছে। মাত্র দুদিনেই আহমেদাবাদ টেস্টের ফয়সালা হওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক জো রুট পিচকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। তবে ভারতের দলনেতা বিরাট কোহলি পিচের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না!

দিবা-রাত্রির ম্যাচে বৃহস্পতিবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক ভারত। মাত্র ৮৪২ বল স্থায়িত্বের তৃতীয় টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

স্পিন স্বর্গে ইংলিশ ব্যাটসম্যানদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়েন ভারতের আক্সার প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনরা। গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন আক্সার। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তিনি ৭০ রানে নেন ১১ উইকেট। অভিজ্ঞ অশ্বিন ৭৪ রানে ৭ উইকেট নেওয়ার পথে পেরিয়ে যান ক্রিকেটের সবচেয়ে প্রাচীন সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক।

কম যাননি সফরকারীদের স্পিনাররাও। জ্যাক লিচকে ছাপিয়ে রুট হয়ে ওঠেন ‘বিশেষজ্ঞ’ বোলার। ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৮ রানে ৫ উইকেট নেন তিনি। টেস্টে কোনো স্পিনারের সবচেয়ে কম রানে ৫ উইকেট শিকারের দ্বিতীয় সেরা নজির এটি। লিচ ৪ উইকেট পান ৫৪ রানে।

গত ৮৫ বছরের মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী টেস্ট। ১০০ বছর পর ইংল্যান্ড কোনো টেস্ট হারল দুদিনের মধ্যে। স্পিনারদের রাজত্বের এই ম্যাচ তাই জায়গা করে নিয়েছে রেকর্ড বইতে। ম্যাচশেষে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ সম্পর্কে রুটের বিশ্লেষণ, ‘উইকেট কেমন ছিল তা এতেই বোঝা যায় যে, সেখানে আমিও ৫ উইকেট পেয়েছি।’

নিজেদের দায়ও দেখছেন তিনি, ‘আমার মনে হয়, এই পিচে ২৫০ রান যথেষ্ট হতো। তবে ইনিংস শুরু করা খুবই কঠিন ছিল। যারা ভালো শুরু পেয়েছিল, তারা সেটা কাজে লাগাতে পারলে অন্যরকম কিছু ঘটত। আমি নিজেও এক্ষেত্রে দোষী। প্রতিটি রানই গুরুত্বপূর্ণ এবং আপনাকে সেটা নিতে হবে, যেন আপনি একটা শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারেন।’

ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে রুটের সঙ্গে সুর মেলালেও উইকেটে কোনো সমস্যাই দেখছেন না কোহলি, ‘সত্যি বলতে, আমার মনে হয়, দুদলের কেউই মানসম্পন্ন ব্যাটিং করেনি। সবাই খুব তাড়াহুড়ো করেছে এবং দুপক্ষই পরিকল্পনা প্রয়োগ করতে পারেনি। প্রথম দিনে বল দারুণভাবে ব্যাটে আসছিল, কিছু কিছু বল টার্ন করেছে এবং ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। দুদলের ব্যাটিংই সচরাচরের চেয়ে খারাপ হয়েছে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago