ফেনীতে কিশোরী ধর্ষণ: রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার পুলিশ সদস্য কারাগারে
ফেনীর ফুলগাজীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাঙ্গামাটি থেকে গ্রেপ্তার পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্ত তৌহিদুল ইসলাম শাওনকে (২১) কারাগারে পাঠান।
ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের বসিকপুর গ্রামের বাসিন্দা শাওন পুলিশ কনস্টেবল হিসেবে রাঙ্গামাটির শালবাগান পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
ফুলগাজী উপজেলার একটি বিদ্যালয়ে নবম শ্রেণি পড়ুয়া কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার ফুলগাজী থানায় শাওনসহ চার জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই কিশোরীর মা। ফুলগাজী থানা পুলিশ রাতেই রাঙ্গামাটি থেকে শাওনকে গ্রেপ্তার করে ফেনী আদালতে হাজির করে।
পুলিশ জানায়, ধর্ষণের ফলে ওই কিশোরী গত ১১ ফেব্রুয়ারি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সন্তানের জন্ম দিয়েছেন। তবে আসামিদের চাপে শিশুটিকে গোপনে অন্যত্র দত্তক দেওয়া হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের ও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ওই কিশোরী ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় সব ঘটনার বর্ণনা দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলবে।
Comments