ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল-সমাবেশ
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা৷
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা৷
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনসহ কয়েকটি সংগঠন প্রায় ২০ মিনিট বিক্ষোভ সমাবেশ করে। সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশ সমাবেশ করে ছাত্র ফেডারেশন।
এরপর তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। সেখানে যৌথভাবে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করেন। তারা বলেন, ‘লেখক মুশতাক আহমেদের মৃত্যুর জন্য ডিজিটাল নিরাপত্তা আইন দায়ী৷ অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘গতকাল মশাল মিছিল থেকে যাদের আটক করা হয়েছে, তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে৷ তা না হলে সারা দেশ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশ থেকে আগামী ১ মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়৷
Comments