মুশতাকের মৃত্যুর বিচার ও কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ এই আইনে কারাবন্দী সবার মুক্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতারা।
চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মানববন্ধন। ছবি: স্টার

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ এই আইনে কারাবন্দী সবার মুক্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নেতারা।

আজ শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতিবাদ মানববন্ধনে এসব দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বী বলেন, ‘মানুষের মত প্রকাশের অধিকার হরণ করা হয়েছে। কথা বলার অধিকার, বিচার পাওয়ার অধিকার হরণ করা হয়েছে। সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে যাতে অনিয়ম, দুর্নীতি, লুণ্ঠন, লুটপাট এগুলোর বিরুদ্ধে জনগণ কথা না বলতে পারে।’

তিনি আরও বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হোক। এখনো কার্টুনিস্ট আহমেদ কবির ডিজিটাল আইনে কারাবন্দী হয়ে হাসপাতালে আছেন। তাই অবিলম্বে কিশোরসহ ডিজিটাল আইনে গ্রেপ্তার কারাবন্দীদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে এ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু, সিপিবি জেলার সেক্রেটারি শিব নাথ চক্রবর্তী, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

6h ago