মার্চে আসছে জয়া-পরী

জয়া আহসান ও পরীমনি। ছবি: স্টার

আগামী মার্চে আসছে দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান ও পরীমনি অভিনীত দুই সিনেমা।

তৌকির আহমেদ পরিচালিত পরী মনির ‘স্ফুলিঙ্গ' সিনেমাটি আগামী ১৭ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে পরীমনি ছাড়াও শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, রওনক হাসান অভিনয় করেছেন। সম্প্রতি এই সিনেমার টিজার ও ‘তোমার নামে’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। যা দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি নির্মিত হয়েছে তরুণদের ব্যান্ড সংগীত চর্চাকে কেন্দ্র করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

আগামী ১৯ মার্চ মুক্তির কথা আছে হাবিবুর রহমান পরিচালিত বাংলা ভাষায় প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। জয়া আহসান, আহমেদ রুবেল অভিনীত সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে  মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

‘অলাতচক্র’-এ আরও অভিনয়- করেছেন আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago