বাগেরহাট

চলন্ত বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

বাগেরহাটের কচুয়া উপজেলায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের গোয়ালমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ইমরান (২০) ঝালকাঠি জেলার রাজাপুর এলাকার বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পালিয়ে যায়।’

তিনি জানান,  ইমরান ওই বাসের ছাদে ছিল। বাসটি গোয়ালমাঠ স’মিলের কাছে ব্রিজে ওঠার আগে হঠাৎ ব্রেক করলে ইমরান ছাদ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের পরিবারে সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে জানান ওসি। 

Comments

The Daily Star  | English

NCC ex-mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

32m ago