কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১০টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের আট ইউনিটের প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেবাশীষ বর্ধণ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত ১০টা ১৫ মিনিটের দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। এটা মূলত কাঁচামাল ও শুকনা মালের আড়ৎ। আগুনের সূত্রপাত হয় শুকনা মালের পাশের একটি হোটেল থেকে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়।’
তিনি জানান, র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছিল। তবে, হতাহতের খবর জানা যায়নি।
কারওয়ান বাজর কাঁচামাল ব্যবসায় সমিতির সহসভাপতি আমির হোসেন পাটোওয়ারী বলেন, ‘এখানে আমার তিনটি আড়ৎ। নিচে কাঁচামাল বিক্রি হয়, ওপরে কর্মচারীরা থাকে। আমার কর্মচারীদের থাকার ঘরেও আগুন পৌঁছেছিল। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে। এখানে একশর ওপরে দোকান আছে। আজকের আগুনে দশটির মতো আগুনে পুড়ে গেছে বলে ধারণা করছি। তবে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
এর আগে, আজ শনিবার রাত ৯টা ৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Comments