উত্তরা-আগারগাঁও মেট্রোরেল দৃশ্যমান

Metrorail
ছবি: পলাশ খান/ স্টার

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে।

আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ৩৭৫ ও ৩৭৬ পিলারের ওপর এই ভায়াডাক্টটি বসানো হয়।

দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।

সেসময় এমএএন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তটি আমাদের জন্যে খুবই আনন্দের।’

Metrorail
ছবি: পলাশ খান/ স্টার

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ২২ হাজার কোটি টাকায়।

সম্প্রতি, পরিকল্পনামন্ত্রী বলেছেন মেট্রোরেলের প্রথম ধাপ— উত্তরা থেকে আগারগাঁও আগামী ডিসেম্বরে চালু হওয়ার সম্ভবনা রয়েছে।

মেট্রোরেলের প্রথম ধাপ ডিসেম্বরে শুরু হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এমএএন সিদ্দিক বলেন, ‘দেশে মেট্রোরেল আসার পর জানানো হবে। মেট্রোরেল আগামী এপ্রিলে আসতে পারে।’

Comments

The Daily Star  | English

Iran state TV hit in Israeli attack on Tehran, resumes broadcast soon after

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

30m ago