অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর
জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন না করলেও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামছুল হক।
আজ দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তিনি।
তিনি অভিযোগ করেন, নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়।
নির্বাচন বর্জন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রহসনের এ নির্বাচন গ্রহণ বা বর্জন নয় অবিলম্বে পুনর্নির্বাচন দিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদস্য আলী হাসান মুক্তা, জাহিদা কামাল প্রমুখ।
জয়পুরহাটের পৌরসভায় পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমের মাধ্যমে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
জয়পুরহাট পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৯টি ওয়ার্ডে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ১৭ জন, নারী ভোটার ২৬ হাজার ৮ শত ৫৬ জনসহ মোট ৫২ হাজার ৪ শত ৭৩ জন ভোটার।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবির জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করেছে।
Comments