পশুর নদীতে কয়লা বোঝাই কার্গোডুবি, ১৯ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ
পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো এমভি বিবি-১১৪৮ ডুবে যাওয়ার ১৯ ঘণ্টা পরেও উদ্ধার কাজ শুরু হয়নি।
মংলা বন্দর কর্তৃপক্ষের বন্দর মাস্টার শেখ ফখর উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল সোমবার সকালে উদ্ধার কাজ শুরু হতে পারে।
এর আগে, শনিবার রাত ১১টার দিকে কয়লা বোঝাই কার্গোটি পশুর চ্যানেলের বানিয়াশান্তা এলাকার ইসমাইলের চিলাতে ডুবে যায়। জাহাজটিতে প্রায় ৮৪৮ টন কয়লা ছিল। জাহাজটি ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের আমদানিকৃত কয়লা বহন করছিল। যা মংলা বন্দরের হরবাড়িয়া এলাকায় নোঙর করা ছিল এবং যশোর জেলার নওয়াপাড়া নেওয়া হচ্ছিল।
মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় কার্গোটির মাস্টার মংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি বলেছেন, ঘন কুয়াশা এবং স্রোতের কারণে এটি ডুবে গেছে।’
লাইটার জাহাজ পরিবহন ঠিকাদার কামাল হোসেন জানান, ডুবে যাওয়া কার্গোটি মূল চ্যানেলের পাশে ছিল। কার্গোর সব নাবিক এবং শ্রমিকরা নিরাপদে আছেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা কার্গো উদ্ধারে যোগাযোগ অব্যাহত রেখেছি।
মংলা বন্দর কর্তৃপক্ষের বন্দর মাস্টার ফখর উদ্দিন বলেন, মংলা বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে পশুর নদীর ওপর ইসমাইল চিলা নামে একটি জায়গায় কার্গোটি ডুবে গেছে। তবে, পোর্ট পরিভ্রমণে কোনো সমস্যা নেই। আমরা কার্গো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কার্গো উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হতে পারে। যদি তারা বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো সহযোগিতা চায়, আমরা সহযোগিতা করব।’
Comments