খুলনায় জামিনে মুক্তি পেলেন বিএনপির ২৫ নেতা-কর্মী

খুলনায় কারাগার থেকে বিএনপির ২৫ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার বিকেলে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
ছবি: সংগৃহীত

খুলনায় কারাগার থেকে বিএনপির ২৫ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার বিকেলে তারা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এরআগে, অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা আজ রোববার আদালতের কাছে বিএনপির ওই ২৫ নেতা-কর্মীর জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিএনপির ২৫ নেতা-কর্মীর জামিন পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা।

মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৭ ফেব্রুয়ারি খুলনায় বিএনপি মহাসমাবেশ উপলক্ষে নগরীতে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে ২৪ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পুলিশ ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছিল। আজ আদালত তাদের জামিন দিয়েছেন।

খালিশপুর থানার ওসি কাজী মোশতাক বলেন, ‘তাদের সবাইকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির সমাবেশ উপলক্ষে তাদের গ্রেপ্তার করা হয়নি।’

জামিন পাওয়া বিএনপির নেতা-কর্মীরা হলেন- খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার আব্দুল মজিদ, বাশির হোসেন, শাহাদাৎ হোসেন বাবলু, মো. সুমন, শাহাজাহান শেখ ও ইউনুস মুন্সি; খালিশপুর থানার মিজানুর রহমান খোকন; দৌলতপুর থানার হায়দার আলী লাবু; খানজাহান আলী থানার শাহরিয়ার মাসুম ও শেখ জিয়াউর রহমান; ১৬নং ওয়ার্ডের হারুন মোল্লা; ১৮নং ওয়ার্ডের মোল্লা জাকির হোসেন ও গফ্ফার বিশ্বাস; ২৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম; ২৮নং ওয়ার্ডের মাসুদ খান বাদল; ২৯নং ওয়ার্ডের কবির বিশ্বাস; ৩১নং ওয়ার্ডের কামরুজ্জামান টুকু, বাবুল হোসেন ও আসাদুজ্জামান; ছাত্রদলের শামীম আশরাফ ও যুবদলের আলাউদ্দিনসহ মোট ২৫ জন।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

7h ago