ঝিনাইদহে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা সুপারের মরদেহ উদ্ধার

Jhenaidah Map
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় নিজ বাড়ির বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩৩) নামে এক মাদ্রাসা সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন সুজন বাজার গোপালপুর বড়বাড়ি নুরানী মাদ্রাসার সুপার ছিলেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, স্থানীয়রা মাদ্রাসা সুপারের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago