পদচারী-সেতুর দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদচারী-সেতু নির্মাণের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছে স্থানীয়রা। সে সময় সড়কের উভয়মুখে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হওয়ায় দীর্ঘ জটের সৃষ্টি হয়।
পদচারী-সেতু নির্মাণের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ। ছবি: স্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদচারী-সেতু নির্মাণের দাবিতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ করেছে স্থানীয়রা। সে সময় সড়কের উভয়মুখে প্রায় এক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হওয়ায় দীর্ঘ জটের সৃষ্টি হয়।

আজ সোমবার সকাল ১১টায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় পদচারী-সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। এরপর বেলা ১২টায় হাইওয়ে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

কর্মসূচিতে হাসাড়াঁ কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে। ‘ফুটওভার ব্রিজ দিতে হবে, আমাদের দাবি মানতে হবে’ স্লোগান দিয়ে মানববন্ধনকারীরা বলেন, পদচারী-সেতু না থাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হতে গিয়ে বাড়ছে দুর্ঘটনা। প্রায়ই সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটছে। এমন অবস্থায় এক্সপ্রেসওয়ে বিপদজনক হয়ে পড়ছে। এই স্থানটিতে প্রায়ই রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় পথচারীদের নিহতের ঘটনা ঘটছে। এর জন্য দ্রুত সময়ের মধ্যে হাসাড়াঁ কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ গেটে পদচারী-সেতু নির্মাণের দাবি জানান তারা।

প্রায় এক ঘণ্টার এই অবরোধে কয়েক কিলোমিটার এক্সপ্রেসওয়েতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। স্থানীয়রা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago