গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও জাতীয় প্রেসক্লাবের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল৷
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: স্টার

ছাত্রদলের গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও জাতীয় প্রেসক্লাবের সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল৷

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ শুরু হয় এবং রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়৷

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বলে জানান ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান৷

বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ গতকাল রোববার টিএসসি থেকে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদের অবিলম্বে মুক্তির দাবি করা হয়৷

সমাবেশে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, ‘ঢাবি ক্যাম্পাস থেকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার করে নিয়ে গেল৷ অথচ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা এক্ষেত্রে নির্বিকার৷ আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি৷’

তিনি আরও বলেন, ‘গতকাল প্রেসক্লাবের সামনে লেখক মুশতাক হত্যার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে৷ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে৷ অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি এবং তাদের বিরুদ্ধে পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি৷ না হলে, ছাত্রদলের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে৷’

ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, সোহেল রানা, এ বি এম এজাজুল কবির রুয়েল,শাফি ইসলাম, জসীমউদ্দিন, আবুল বাসার, মো. হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, মিয়া মো. রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য এস এম  দিদারুল ইসলাম প্রমুখ।

 

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago