ক্লপের বিশ্বাস, রিয়াল-বার্সার প্রস্তাব ফিরিয়ে লিভারপুলেই থাকবেন সালাহ

salah klopp
ছবি: টুইটার

'ভবিষ্যতের কথা কে বলতে পারে।' কদিন আগে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন মোহামেদ সালাহ। মূলত রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আগ্রহের সাড়া দিবেন কি-না এমন প্রশ্নে এ উত্তর দিয়েছিলেন এ মিশরীয় তারকা। তাতে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তবে এসব গুঞ্জনকে পাত্তা দিতে রাজী নন দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ। তার বিশ্বাস অ্যানফিল্ডেই থাকবেন সালাহ।

সালাহর দল বদল নিয়ে গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। প্রতি মৌসুমেই কম বেশি উঠে আসছে ফুটবল মহলে। তবে সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট বিষয়টি কেবল জোরালো করেছে। বার্সা থেকে লিওনেল মেসি শেষ পর্যন্ত দল ছাড়লে তার শূন্যতা পূরণে মিশরীয় মেসির দিকে হানা দিতে চাইবে দলটি। আর কিলিয়ান এমবাপে কিংবা আর্লিং হালান্ডকে না পেলে সালাহর মতো তারকা খেলোয়াড়কে পেতে মুখিয়ে রিয়ালও।

তবে সালাহ লিভারপুলের সঙ্গে বড় চুক্তি করবেন বলেই আশাবাদী ক্লপ, 'যখন আমার নিজের খেলোয়াড়দের প্রশংসা করতে হয় তখন এটা কিছুটা বিশ্রী শোনায়, তবে আমি সত্য কথা বলতে পছন্দ করি, বিশেষত মো'র (সালাহ) ক্ষেত্রে, গোলগুলো তাদের পক্ষে কথা বলে। মো আমাদের জন্য শুধু গোলস্কোরার নয়, সে ফুটবলার হিসেবেও উন্নতি করছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করছি সে আমাদের দলের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে।'

সাম্প্রতিক সময়টা বেশ ভালোই কাটছে সালাহর। যদিও প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে গোল পাননি। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২৫ ম্যাচে করেছেন ১৭টি। সব প্রতিযোগিতা মিলে এ মৌসুমে গোল সংখ্যা ২৪টি। এমন তারকাকে পেতে স্বাভাবিকভাবেই আগ্রহী স্প্যানিশ জায়ান্ট দল দুটি। তবে ক্লপের বিশ্বাস তাদের প্রস্তাব ফিরিয়ে লিভারপুলেই থাকবেন এ মিশরীয় তারকা।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago