মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে হবে বসুন্ধরা কিংসকে

এএফসি কাপে দক্ষিণ জোনের গ্রুপ পর্বের ম্যাচের আয়োজক হতে বেশ চেষ্টা চেয়েছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। 'ডি' গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপের রাজধানী মালেতে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)।
মূলত সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু করতে চেয়েছিল বসুন্ধরা কিংস। ক্লাবটির আগ্রহের প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবেদন করেছিল এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয় এএফসির পক্ষ থেকে।
বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন হওয়ায় এ আসরে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা। 'ডি' গ্রুপে তাদের প্রতিপক্ষ হচ্ছে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এছাড়া চতুর্থ একটি দল প্লে অফ খেলে উঠে আসবে।
স্বাগতিক হওয়ার জন্য নিশ্চিত হওয়া তিনটি ক্লাবই আবেদন করেছিল। এএফসি কাপ যুবভারতীতে আয়োজন করার জন্য মরিয়া হয়ে উঠেছিল এটিকে মোহনবাগান। তবে শেষ পর্যন্ত মাজিয়া ক্লাবেরই জয় হয়েছে।
আগামী ১৪ থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো। বসুন্ধরা কিংসের সঙ্গে বাংলাদেশের আবাহনী লিমিটেডেরও সুযোগ রয়েছে খেলার। প্লে-অফ পর্ব জিততে পারলে বসুন্ধরার সঙ্গী হবে দলটি।
Comments