ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত দেওয়ার তাগিদ আদালতের
নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত দাখিল করতে তদন্তকারী সংস্থা র্যাবকে তাগিদ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল ও আসামিদের গ্রেপ্তারের আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত এই তাগিদ দেন।
ত্বকী হত্যা মামলার আইনজীবী জিয়াউল ইসলাম কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ত্বকী হত্যা মামলায় দ্রুত চার্জশীট দেওয়া ও আসামিদের গ্রেপ্তারের জন্য আদালতে দরখাস্ত দেই। পরে আদালত শুনানি শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে দ্রুত অভিযোগপত্র দাখিলের তাগিদ দেন। এখন পর্যন্ত চার থেকে পাঁচ বার অভিযোগপত্র দাখিল ও আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিতে দরখাস্ত করা হয়েছে এবং প্রতিবারই আদালত থেকে তাগিদ দেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। র্যাবের কার্যক্রমে আদালতের তাগিদের কোনো বাস্তবায়ন আমরা দেখি না।’
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। এর দুদিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।
রাব্বীর আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ২০ জুন আনুষ্ঠানিকভাবে র্যাবের কাছে এই মামলা হস্তান্তর করা হয়।
ত্বকী হত্যা মামলার আসামিদের মধ্যে আট জনই পলাতক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ত্বকী হত্যাকাণ্ডের সাত বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত দেওয়া হয়নি এ মামলার অভিযোগপত্র।
Comments