করোনাভাইরাস

মৃত্যু ২৫ লাখ ৩৭ হাজার, আক্রান্ত প্রায় সাড়ে ১১ কোটি

আর্জেন্টিনাতে টিকাদান কর্মসূচি চলছে। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৫ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১১ কোটি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৫৪ জন এবং মারা গেছেন ২৫ লাখ ৩৭ হাজার ৫৬৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৬ লাখ তিন হাজার ৭৫০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৪ হাজার ৩৩৩ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৮৭ হাজার একজন, মারা গেছেন দুই লাখ ৫৫ হাজার ৭২০ জন এবং সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৩৬ হাজার ৯৫৭ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ২৪ হাজার ৫২৭ জন, মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ২৪৮ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি সাত লাখ ৯৮ হাজার ৯২১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৮৫ হাজার ৭১৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৬ হাজার ৯৩৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৯০০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৪৬ হাজার ৮০১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৪১৬ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago