বায়ুদূষণ ও ত্বকের রোগ

ছবি: স্টার

ত্বক শরীরের একক বৃহত্তম অঙ্গ। পারিপার্শ্বিক অবস্থা থেকে শরীরকে সুরক্ষা দেওয়া ত্বকের অন্যতম প্রধান কাজ। মানুষের কর্মকাণ্ডে বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়েছে ইতোমধ্যেই। পৃথিবীতে সবচেয়ে বেশি বায়ুদূষণের আশঙ্কাজনক পরিস্থিতি বিরাজ করছে উপমহাদেশে।

বায়ুদূষণের তালিকায় প্রায়শই ঢাকা মহানগর শীর্ষে অবস্থান করে থাকে। বায়ুদূষণের কারণে মানবদেহে নানা ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায় বা প্রাদুর্ভাব ঘটে থাকে। বায়ুদূষণের কারণে ত্বকের রোগ হতে পারে, সেটি সাধারণভাবেই অনুমান করা যায়। নানা ধরনের গ্যাস ও ধূলিকণার সমন্বয়ে বায়ুদূষণ হয়ে থাকে।

দূষণের কারণে সৃষ্ট ধোঁয়াটে আবহাওয়ার কারণে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়ে। অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক রাখতে শরীরবৃত্ত ক্রিয়ার কারণে প্রদাহ সৃষ্টি হয়। এই প্রদাহের কারণে একজিমা, ডার্মাটাইটিস, এলার্জি, ব্রণ ইত্যাদি রোগ বেড়ে যায়। ত্বকের শুষ্কতার কারণে চুলকানি বেড়ে যায়। বায়ুমণ্ডলে অক্সিজেন কমে যাওয়ার প্রভাবে শরীরবৃত্ত ক্রিয়ার কারণে ত্বকের কোলাজেন ভেঙে যায়। ফলে ত্বকের স্বাভাবিক মসৃণতা নষ্ট হয়ে ভাজ, দাগ ইত্যাদি বয়োঃবৃদ্ধির লক্ষণ আবির্ভাব হয়। বায়ুদূষণে কার্বন কণা বৃদ্ধি ত্বকের ক্যানসারের কারণ হতে পারে। বায়ুদূষণের কারণে চুল পড়া বেড়ে মাথায় টাক পড়তে পারে।

প্রতিরোধে করণীয়

*নিয়মিত সানস্ক্রিন ক্রিম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন

*বাইরে থেকে এসেই গোসল করে ফেলুন, অন্তত মুখমণ্ডল ও হাত-পা ক্লিঞ্জার বা কম ক্ষারীয় সাবান দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন

*বাইরে ফেসমাস্ক ব্যবহার করুন এবং ঘরের ভেতর বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করতে পারেন

*শাকসবজি, ফলমূল বেশি খাবেন, পর্যাপ্ত পানীয় পান করুন

ডা. এম আর করিম রেজা, ত্বক ও সৌন্দর্য বিশেষজ্ঞ

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago