রোনালদো-মেসি-নেইমারের পাশে কোহলি

বিরাট কোহলি, ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা। বলিউড তারকা আনুশকা শর্মাকে বিয়ে করা এ ক্রিকেটার তুমুল জনপ্রিয়ও বটে। জনপ্রিয়তার আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এ ক্রিকেটার। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারের পর মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারী জোগাড় করেছেন কোহলি।
শুধু ক্রিকেটার হিসেবেই নন, প্রথম কোনো ভারতীয় এমনকি এশিয়ান হিসেবেও ছবি শেয়ার করার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এতো অনুসারী জোগাড় করেছেন কোহলি। অথচ ফুটবলের মতো এতোটা জনপ্রিয় খেলা নয় ক্রিকেট। মাত্র অল্প কিছু জাতি এ খেলায় সম্পৃক্ত। কিন্তু তারপরও বিরল কীর্তি গড়লেন এ ভারতীয়। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশের প্রিয় খেলা ক্রিকেট হওয়ায় কাজটা সহজ হয়ে যায় তার।
এমন মাইলফলক স্পর্শ করার পর কোহলির ব্যক্তিগত সাফল্য উদযাপন করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা পোস্ট করেছে, 'বিরাট কোহলি—প্রথম ক্রিকেট তারকা, যিনি ইনস্টাগ্রামে ১০ কোটি অনুসারীর মাইলফলক ছুঁলেন।'
খেলোয়াড়দের মধ্যে চতুর্থ স্থানে থাকলেও সব মিলিয়ে ২০ নম্বরে আছেন কোহলি। তার অনুসারীর সংখ্যা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অফিশিয়াল অ্যাকাউন্টের চেয়েও এগিয়ে। ইনস্টাগ্রামের মতো না হলেও অন্য সামাজিক মাধ্যমেও কোহলি বেশ এগিয়ে। ফেসবুকে কোহলিকে অনুসরণ করেন ৩৬ মিলিয়ন ব্যবহারকারী। আর টুইটারে ৪৮ মিলিয়ন।
কোহলির পর দ্বিতীয় স্থানে কোনো ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে বেশি অনুসারী রয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। ৬০ মিলিয়ন অনুসারী তার। এরপর ৫৩.৩ মিলিয়ন অনুসারী নিয়ে তৃতীয় স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুসারী সংখ্যা ৫১.২ মিলিয়ন।
তবে ইনস্টাগ্রাম অনুসারীদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন জুভেন্টাস তারকা রোনালদো। ২৬৫ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন। বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির অনুসারী সংখ্যা ১৮৭ মিলিয়ন। ১৪৭ মিলিয়ন অনুসারী রয়েছে নেইমারের।
Comments