শীর্ষ খবর

সিংগাইর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক হোসেন মিরু মারা গেছেন।
ফারুক হোসেন মিরু। ছবি: সংগৃহীত

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক হোসেন মিরু মারা গেছেন।

আজ মঙ্গলবার ভোররাত দেড়টার দিকে সিংগাইরে হামলার শিকার হয়ে দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিরু সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিরুকে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘গতকাল সোমবার রাতে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে এক বন্ধুকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন মিরু। রাত দেড়টার দিকে সিংগাইর পৌঁছানোর পর আট থেকে ১০ জন যুবক মোটরসাইকেলটি থামায়। এরপর উপজেলা পরিবহন শ্রমিক লীগের নেতা আঙ্গুর হোসেন ও তার ছোট ভাই সিংগাইর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি দুলাল হোসেনের নেতৃত্বে মিরুর ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘এ সময় তারা মিরুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা ১টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।’

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণ উদঘাটন এবং হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments

The Daily Star  | English

World must act before climate displacements become humanitarian crisis: PM

Prime Minister Sheikh Hasina today called for international support for the worst-affected countries by climate displacements to prevent situation from turning into a humanitarian crisis

11m ago