কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে এসআইসহ পুলিশের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে কক্সবাজার জেলা পুলিশের এসআইসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে কক্সবাজার জেলা পুলিশের এসআইসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

তারা হলেন--এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। এরা সবাই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

এ ঘটনায় মামলার পর গ্রেপ্তার তিন পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি জানান, সাদা পোশাক পরিহিত পুলিশ সদস্যরা এ ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলার নথি থেকে জানা যায়, গতকাল সোমবার রাতে শহরের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন এই ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ নাম্বারে ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর আরও দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার  পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ সেলিম।

 

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

39m ago