দিনাজপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক গ্রেপ্তার
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে তাকে ফুলবাড়ী শহর থেকে গ্রেপ্তার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে কালিদাস দত্তকে (৩০) উত্তর সুজাপুর প্রফেসর পাড়া থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। কালিদাস প্রফেসর পাড়ার সুবল দত্তের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, কালিদাস ফেসবুকে বেনামে একাউন্ট খুলে উত্তর সুজাপুর গ্রামের আজিজ মন্ডল ও আবুল বাসার মো. মশিউজ্জামান রেজার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেছেন।
২১ ফেব্রয়ারি কাজিম উদ্দিন ও আবুল বাসার মো. মশিউজ্জামান রেজা বাদী হয়ে কালিদাসের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন।
থানার ওসি ফখরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কালিদাস দত্তের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments