পঞ্চম দফায় ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছাড়লেন ১,০৭৩ রোহিঙ্গা
আরও ১ হাজার ৭৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটায় ২১টি বাসে করে তারা উখিয়া ডিগ্রী কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে যাত্রা করেন।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোহিঙ্গারা কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। তাদের গতকাল রাত ও আজ সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে অস্থায়ী ট্রানজিট পয়েন্টে নিয়ে আসা হয়। চট্টগ্রাম থেকে জাহাজে তাদের ভাসানচরে পাঠানো হবে।
তিনি আরও জানান, এটি রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রমের পঞ্চম দফা। আগামীকালও রোহিঙ্গাদের একটি বড় দলকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি চতুর্থ দফায় এক হাজার ১৫২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় তিন হাজার ৪৪৬ জন এবং গত ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনে তৃতীয় দফায় তিন হাজার ২৪৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
Comments