গাজীপুরে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরের কাশিমপুর থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা বলেন, ‘কাশিমপুর থানাধীন জিরানী এলাকার ডাক বিভাগ প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসের পুকুর পাড়ে অজ্ঞাত ওই কিশোরীর অর্ধনগ্ন ও অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, আনুমানিক ১৬-১৭ বছর বয়সী ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়না তদন্তের জন্য কিশোরীর মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও যোগ করেন তিনি।
Comments