আফগানিস্তানে ৩ নারী গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যা
আফগানিস্তানের জালালাবাদে তিন জন নারী গণমাধ্যম কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল এনিকাস টিভির খবরে বলা হয়, নিহতরা সবাই এই চ্যানেলটিতে কাজ করতেন।
রয়টার্সের খবরে জানানো হয়, বেশ কিছুদিন থেকেই আফগানিস্তানে শহুরে পেশাজীবীরা চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই তিন নারী কর্মস্থল থেকে বাড়ি ফিরবার পথে হামলার মুখে পড়েন। আততায়ীরা তাদের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় নেয়নি। স্থানীয় তালেবান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও জঙ্গি সংগঠনটি বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে যেসব এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানে ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা রয়েছে।
Comments