কণ্ঠশিল্পী জানে আলম মারা গেছেন

জানে আলম। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী জানে আলম (৬৫) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার রাত ১০টার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা সংস্থা সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস তিনি চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে নিউমোনিয়া হয়েছিল তার। আজ শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাত ১০টার দিকে মারা যান তিনি।’

কণ্ঠশিল্পী জানে আলম জন্মগ্রহণ করেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরে।

তার গানের শুরু স্বাধীনতার পরেই। প্রথম অ্যালবাম ‘বনমালী’ দিয়েই শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি। জানে আলমকে গানে অনুপ্রেরণা দিয়েছেন পপ শিল্পী আজম খান।

পপ গানের সঙ্গে ফোক ও অধ্যাত্মবাদ যুক্ত করে গান করা ছিল জানে আলমের বৈশিষ্ট্য। তার নিজের কণ্ঠে গাওয়া প্রায় চার হাজার গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- একটি গন্দমের লাগিয়া, বাবা ভাণ্ডারী, স্কুল খুইলাছে, আমার অন্তরায়, বৈশাখে তোমার সাথে ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

6m ago