সিরাজগঞ্জে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের সদর উপজেলায় নজরুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের সদর উপজেলায় নজরুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত রাতে উপজেলার শিয়ালকোল বিসিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নজরুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কালামের ছেলে। গত রাত ৯টার দিকে রাজমিস্ত্রির কাজ শেষে নজরুল ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে অটোরিকশার অন্য দুজন যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে শিয়ালকোল বিসিক এলাকায় নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।’
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে— বলেন রবিউল ইসলাম।
Comments