পুলিশের ৩ ব্যারিকেড ভেঙে নাগরিক সমাজের পদযাত্রা চলছে

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা চলছে।
padajatra.jpg
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা চলছে। ছবি: মুনতাকিম সাদ/স্টার

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা চলছে।

এর আগে, আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করেন। এসময় অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশ শেষে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে প্রেসক্লাবের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে সে ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন প্রতিবাদকারীরা।

পরে মৎস্য ভবনের সামনে প্রতিবাদকারীদের ঠেকাতে আরও একটি ব্যারিকেড দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেডও ভেঙে ফেলেন তারা।

প্রতিবাদকারীরা পদযাত্রা নিয়ে শাহবাগে এলে সেখানেও পুলিশি ব্যারিকেডের সামনে পড়েন। তবে এখানেও তারা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন।

বর্তমানে প্রায় পাঁচ শতাধিক প্রতিবাদকারী শাহবাগ ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন।

আরও পড়ুন:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মুশতাকের মৃত্যুর প্রতিবাদে নাগরিক সমাবেশ

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

1h ago