অনুশীলনে ফিরলেন বেনজেমা-রামোস
বর্তমানে রিয়াল মাদ্রিদের জন্য বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সমস্যা। প্রথম সারির এক ঝাঁক তারকা খেলোয়াড় রয়েছেন মাঠের বাইরে। তবে আশার কথা, মাদ্রিদ ডার্বির আগে ভালো সংবাদ পেয়েছে দলটি। অনুশীলনে ফিরেছেন দলের সেরা দুই তারকা করিম বেনজেমা ও সের্জিও রামোস।
ইনজুরি কাটিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেন বেনজেমা। অবশ্য পুরোটা সময়ের জন্য নয়। একাকী কিছুক্ষণ অনুশীলন করেন তিনি। তবে জানা গেছে বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন এ ফরাসি ফরোয়ার্ড।
তবে রামোস অনুশীলন করছেন দলের সবার সঙ্গেই। চার দিন হলো অনুশীলনে ফিরেছেন এ সেন্টার ডিফেন্ডার। নিঃসন্দেহে এটা খুব ভালো সংবাদ কোচ জিনেদিন জিদানের জন্য। তাদের ছাড়া কদিন আগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অসাধারণ খেলেও পয়েন্ট খোয়াতে হয়েছে রিয়ালকে।
ভুরিভুরি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন রিয়ালের ফরোয়ার্ডরা। শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে কোনো মতে হার এড়ায় দলটি। অন্যদিকে একটি মাত্র সুযোগ পেয়েই তা কাজে লাগায় সোসিয়েদাদ। ম্যাচে দারুণভাবেই রামোস-বেনজেমার অভাব স্পষ্ট হয়েছে।
আগামী রোববার লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দুই মাদ্রিদ। অ্যাতলেতিকোর বিপক্ষে সে ম্যাচে জিততে না পারলে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে পড়বে রিয়াল। তবে জানা গেছে, অতি গুরুত্বপূর্ণ লড়াই হলেও বেনজেমা-রামোসদের নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে রাজী নন কোচ জিদান। ১৬ মার্চ, আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেই রামোসকে ফেরানোর ইচ্ছা জিদানের। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এ ডিফেন্ডার।
অন্যদিকে, দ্যানি কার্বাহাল, এদিন হ্যাজার্ড ও এদের মিলিতাওয়ের পুনর্বাসন এখনও ইনডোরেই হচ্ছে। তবে মিলিতাও ইনজুরি থেকে অনেকটাই কাটিয়ে উঠেছেন। ধারণা করা হচ্ছে মাদ্রিদ ডার্বিতে থাকতে পারেন তিনি।
Comments