এপি’র আলোকচিত্রীসহ মিয়ানমারে ৬ সাংবাদিক কারাগারে

মিয়ানমারে চলমান সামরিক শাসনবিরোধী বিক্ষোভ কভার করায় দেশটির জান্তা সরকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র আলোকচিত্রীসহ ছয় সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে জান্তা সরকার।
Thein Zaw
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র আলোকচিত্রী কো থেইন জ। ছবি: ব্যাংকক পোস্ট থেকে নেওয়া

মিয়ানমারে চলমান সামরিক শাসনবিরোধী বিক্ষোভ কভার করায় দেশটির জান্তা সরকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র আলোকচিত্রীসহ ছয় সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে জান্তা সরকার।

তাদের বিরুদ্ধে ‘ভয় সৃষ্টি, ভুয়া তথ্য ছড়ানো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি কর্মচারীদের বিক্ষুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে।

আজ বুধবার অভিযুক্তদের আইনজীবী টিন জার উ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়ছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াংগুনে বিক্ষোভের ছবি তোলার সময় এপি’র আলোকচিত্রী কো থেইন জ’কে (৩২) গত শনিবার গ্রেপ্তার করা হয়।

নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে ক্ষমতা নেওয়ার পর গত মাসে জান্তা সরকার এই আইনটি সংশোধন করে এর সাজা দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করেছে।

আইনজীবী টিন জার উ বলেছেন, ‘স্বাধীন সংবাদমাধ্যম আইন মেনেই আলোকচিত্রী কো থেইন জ তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন।’

অভিযুক্ত ছয় সাংবাদিককেই ইয়াংগুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, অন্য পাঁচ সাংবাদিকদের চারজন ফটো এজেন্সি ‘মিয়ানমার নাউ’, মিয়ানমার ফটো এজেন্সি, সেভেনডে নিউজ ও জি কেওয়েট অনলাইন নিউজে কাজ করছেন। বাকি জন ফ্রি-ল্যান্সার।

এপি’র ইন্টারন্যাশনাল নিউজ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইয়ান ফিলিপস আলোকচিত্রী থেইন জ’র দ্রুত কারামুক্তির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্বাধীন সাংবাদিকদের অবশ্যই অবাধ, নিরাপদ ও ভয়-নিষেধাজ্ঞামুক্ত পরিবেশে কাজ করতে দিতে হবে।’

আরও পড়ুন:

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, আজ নিহত ৯

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১৮

মিয়ানমারে সেনাবিরোধী মিছিলে পুলিশের গুলি, নিহত ২

মিয়ানমার: ১৯৪৮ থেকে ২০২১

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago