'মেসিকে বোঝাতে পারেন কেবল জাভিই'
চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বাঁধায় শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। তবে মৌসুমে শেষে সে বাঁধা আর থাকছে না। ফলে আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবে দেখা যেতেই পারে তাকে। কিন্তু তাকে ধরে রাখতে চায় কাতালান ক্লাবটি। আর সেক্ষেত্রে মেসিকে বোঝাতে কেবল সাবেক সতীর্থ জাভি হার্নেন্দেজই পারবেন বলে মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্তর ফন্ত।
সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করার পর সেই জায়গা নিতে মুখিয়ে আছেন অনেকেই। পদপ্রার্থীর তালিকা একদম ছোট নয়। আর ভোটে জিততে সবার হাতিয়ার ওই মেসিই। মেসির থাকা না থাকাকে কেন্দ্র করে ইশতেহার দিচ্ছেন সবাই। আর শুরু থেকেই নিজের প্রচারণায় জাভিকে রেখেছেন ফন্ত।
সম্প্রতি রেডিও মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন্ত বলেছেন, 'মেসি আমাদের জানিয়ে দিয়েছেন যে তার থাকার জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো ক্রীড়া প্রকল্প। এক্ষেত্রে, জাভি হার্নান্দেজের চেয়ে তাকে বোঝানোর চেয়ে ভালো আর কেউ নেই।'
আরেক প্রার্থী হুয়ান লাপোর্তা বলছেন একমাত্র তিনিই মেসিকে বার্সায় থাকার ব্যাপারে বোঝাতে পারবেন। তিনি ভোটে না জিতলে মেসিকে আর কেউ আটকে রাখতে পারবে না বলে জানান এ প্রার্থী, 'আমাদের সঙ্গে লিওর (মেসি) খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি যে প্রস্তাব দেব সে প্রস্তাবেই ও মানবে। যদি আমি না জিতি তাহলে আমি নিশ্চিত মেসি বার্সেলোনায় থাকছে না।'
তবে শেষ পর্যন্ত কি হয় তা জানা যাবে মৌসুম শেষেই। নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত তখনই জানাবেন মেসি। মূলত নতুন প্রেসিডেন্ট কে কেন হন এবং তার পরিকল্পনা কি হয়, তা দেখে নিতেই সময়টা নিয়েছেন এ আর্জেন্টাইন।
Comments