পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল
শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ বাতিল হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনে আগামী ১১ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন এবং আটকে থাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি জানিয়েছে। ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার কমিশনের সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৮ মার্চ, রিটার্নিং কর্মকর্তারা ১৯ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।
এ সময় ইসি সচিব বলেন, প্রথম ধাপে মোট ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ষষ্ঠ ধাপের এগারোটি পৌরসভার ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, ৩০টি ইউপি ও সব পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনেও ইভিএম ব্যবহার হবে।
অর্থপাচার ও মানবপাচারের অপরাধে গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী পাপুলের সংসদ সদস্য পদ রায় ঘোষণার দিন থেকে বাতিল করা হয়।
Comments