আইপিএলকে ‘খাটো’ করার পর এবার ‘ক্ষমা’ চাইলেন স্টেইন

তুমুল আলোচনা-সমালোচনার মাঝে বুধবার বিকেলে টুইট করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া স্টেইন। এবার পিএসএলে খেলা এই পেসার নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন
dale steyn
ফাইল ছবি

দুদিন ক্রিকেট দুনিয়ায় বেশ উত্তাপ তৈরি করে ফেলেছিলেন ডেল স্টেইন। জানিয়েছিলেন, আইপিএল থেকে পাকিস্তান সুপার লিগ ও লঙ্কান প্রিমিয়ার লিগ তার কাছে বেশি আকর্ষণীয়। তারকাদের ভিড় আর টাকার দাপটে আইপিএলে ক্রিকেট কিছুটা ম্লান হয়ে যায় বলে মত দিয়েছিলেন। এবার সেই বক্তব্য থেকে সরে এসে ক্ষমা চেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

তুমুল আলোচনা-সমালোচনার মাঝে বুধবার বিকেলে টুইট করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া স্টেইন। এবার পিএসএলে খেলা এই পেসার নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন, ‘আমার ক্যারিয়ারে আইপিএল দুর্দান্ত কিছুর কম নয়, বাকিদের জন্যও তা (দুর্দান্ত)। আমার কথা কাউকে অবজ্ঞা, অপমান বা কোন লিগকে তুলনায় বিচারে আনার জন্য নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এরকম হয়ে যায় (ভুল বার্তা ছড়িয়ে পড়া)। কেউ আহত হলে আমি ক্ষমা চাইছি। ভালোবাসা রইল।’

এর আগে পাকিস্তানের একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপে স্টেইন বলেছিলেন, আইপিএলের বাইরের ফ্রেঞ্চাইজি লিগগুলোই তার কাছে বেশি আকর্ষণীয় লাগে, ‘আমার কাছে অন্য লিগগুলোতে (আইপিএলের চেয়ে) খেলা বেশি আকর্ষণীয় লেগেছে। আইপিএলে এত বড় স্কোয়াডে এত তারকারা থাকে। কে কত দাম পেল সেটাই বেশি গুরুত্বের হয়ে যায়। এসবের মধ্যে আসলে অনেক সময় মানুষ ক্রিকেটটাকে আড়ালে ফেলে দেয়।’

গত বছর আইপিএলে ভিত্তিমূল্যে বিক্রি হয়েছিলেন স্টেইন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খুব বেশি ম্যাচে সুযোগ মেলেনি। এবার নিলামের জন্য নিজের নামই দেননি তিনি।

এর আগেও আইপিএলে মাঠের বাইরের ব্যাপার নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাকে। ক্রিকেটের বাইরের ফটোশ্যুট, নানান অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যেই নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন স্টেইন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago