চলে গেলেন এইচ টি ইমাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।
HT Imam
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত উপদেষ্টা জনাব এইচটি ইমামের মরদেহ আজ সকাল সাড়ে নয়টায় হেলিকপ্টারযোগে উল্লাপাড়া নেয়া হবে। সকাল ১১টায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।’

‘জানাজা শেষে মরদেহ পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে আসা হবে।’

‘সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য  মরদেহ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।’

‘মরহুম এইচটি ইমামের দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা জেলা প্রশাসন বনানী কবরস্থান প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করবেন।’

এর আগে অপর এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘গভীর বেদনার সাথে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম রাত ১ টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।’

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার পর লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি ১৯৬২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

প্রয়াত এইচ টি ইমামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন:

এইচ টি ইমামের মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago