শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫টি সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম হাউস। এর ওজন পাঁচ দশমিক ২২০ কেজি। আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টম হাউসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Gold_Bar_4Mar21.jpg
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম হাউস। এর ওজন পাঁচ দশমিক ২২০ কেজি। আজ বৃহস্পতিবার দুপুরে কাস্টম হাউসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কাস্টম হাউস জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। রাত ১১টার দিকে সৌদি আরব থেকে আসা এসভি ৮০৪ ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কালো রঙের ছোট ব্যাগ থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর ওজন পাঁচ দশমিক ২২০ কেজি। পাসপোর্টে তথ্য অনুযায়ী, ওই যাত্রীর নাম আবুল খায়ের। তার বাড়ি কুমিল্লা জেলায়। থানায় সোপর্দ করে আবুল খায়েরের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

23m ago