কোপায় কখনোই হাল ছাড়েনি বার্সেলোনা
সেভিয়ার মাঠ থেকে প্রথম লেগে ০-২ গোলে হেরে ফিরেছিল বার্সেলোনা। ফিরতি লেগে তাই দারুণ কিছু করতেই হতো। এবং শেষ পর্যন্ত তা করেছেও দলটি। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে কোপা দেল রে'র ফাইনালে উঠেছে কাতালানরাই। পিছিয়ে থাকলেও নিজেদের মাঠে ভালো কিছু করতে পারেন এমন বিশ্বাস সবসময়ই ছিল দলটির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
ক্যাম্প ন্যুতে আগের দিন সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দ্বাদশ মিনিটেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। মাঝে একটি পেনাল্টিও পেয়েছিল সেভিয়া। সেটা ফিরিয়ে দিয়ে বার্সাকে ম্যাচে রেখেছিলেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। আর শেষ মুহূর্তে আতোঁয়ান গ্রিজমানের ক্রসে জেরার্দ পিকের অসাধারণ এক হেডে বল জড়াল জালে। বার্সা শিবিরে স্বস্তি নামে তখনই। এরপর অতিরিক্ত সময়ে মার্টিন ব্র্যাথওয়েটের আরও একটি দারুণ হেডে সমীকরণ মিলিয়ে ফেলে দলটি।
অথচ ম্যাচ জিতেও মাথা নিচু করে মাঠ ছাড়া তখন কেবল কয়েক মুহূর্তের ব্যাপার ছিল। ম্যাচের প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক খেলেও শেষ রক্ষা করতে পারেনি সেভিয়া। নিজেদের উপর বিশ্বাস থাকাতেই এমন জয় মিলেছে বলে মনে করেন বার্সা কোচ, 'আমরা সবসময় বিশ্বাস রেখেছিলাম। কোপা (দেল রে) থেকে আমরা হাল ছেড়ে দেয়নি। এটা মানসিকতার প্রশ্ন।'
এ জয় তাদের প্রাপ্য ছিল বলেই মনে করেন কোমান, 'আমি, একজন কোচ হিসেবে আমার দলকে আরও বেশি দিতে বলতে পারি যা আজকে আমরা দেখেছি। আমরা অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আজ রাতে দলের কাজে খুব খুশি। সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের প্রাপ্য ছিল। আমার মনে হয় দুই লেগেই আমরা ভালো ছিলাম। আমরাই সেরা দল ছিলাম।'
চলতি মৌসুমে অপেক্ষাকৃত শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো খেলতে পারছিল না বার্সা। বিশেষ করে প্রতি ম্যাচেই রক্ষণভাগের ভুলে ম্যাচ হারতে হয়েছে তাদের। তাই এর আগে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে রক্ষণভাগের শক্তি বাড়িয়ে ৩-৫-২ ফর্মেশনে খেলে। তাতে কাজ হয়। সে ম্যাচে তারা জিতে নেয় ২-০ গোলে। আগের দিনও কোপা দেল রের ম্যাচেও একই ধাঁচে খেলে দলটি।
লা লিগায় সে ম্যাচ জিতেই দলটি আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান বার্সা কোচ, 'আমাদের আত্মবিশ্বাসের জন্য সে জয় খুব জরুরী ছিল। যেভাবে আমরা এখানে খেলেছি। এই ফর্মেশনে সেটা আমাদের প্রথম ম্যাচ ছিল। আমরা ঠিকই একই ভাবে খেলার চেষ্টা করেছি এবং আমরা পেরেছি।'
তবে এদিন আরও বড় জয় পেতে পারতো বার্সেলোনা। বেশ কিছু সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি দলটি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় এ নিয়ে ভাবছেন এ ডাচ কোচ, 'আমরা তিনটি গোল করতে সমর্থ হয়েছি এবং আমরা আরও বেশি দিতে পারতাম। আপনি এর বেশি আশা করতে পারেন না।'
Comments