জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বরগুনায় ৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

স্টার অনলাইন গ্রাফিক্স

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করার অভিযোগে বরগুনার তিন সরকারি কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হানিদ হোসেন মামলাটি গ্রহণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য জেড এইচ এম মুজাহিদুল হক বাদী হয়ে গত সোমবার মামলা দায়েরের জন্য আবেদন করলে শুনানি শেষে আজ আদেশের তারিখ ধার্য করেন বলে বাদী নিশ্চিত করেছেন।

মামলায় বরগুনার জেলা রেজিস্ট্রার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী, বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক এবং বরগুনার গৌরীচন্নার কৃষি ব্যাংকের ব্যবস্থাপককে অভিযুক্ত করা হয়েছে।

বাদী বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জাতীয় পতাকার অবমাননা আমাকে ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। তাই আমি মামলা করেছি।

মামলার বিবরণ থেকে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিযুক্তদের অফিসে সঠিক নিয়মে অর্ধনমিত অবস্থায় পতাকা উত্তোলন করা হয়নি। পতাকাও ছিল জরাজীর্ণ। এতে জাতীয় পতাকার অবমাননা হয়েছে।

আইনে জাতীয় পতাকার আকৃতি ও রং বিকৃতির জন্য পাঁচ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago