বিধানসভা নির্বাচনে মমতার পাশে শিবসেনা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছে শিবসেনা।
মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে। ছবি: সংগৃহীত

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছে শিবসেনা।

আজ বৃহস্পতিবার শিবসেনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে ওই ঘোষণা দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

একইসঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার আসল বাঘিনী’ বলে আখ্যা দিয়েছেন।

শিবসেনা নেতা এবং রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় রাউত এই ঘোষণা দিয়ে বলেন, ‘এই মুহূর্তে মনে হচ্ছে এটি দিদি বনাম সব দলের লড়াই।’

রাউত বলেন, ‘দলের সভাপতি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সঞ্জয় রাউত টুইট করেন, ‘শিবসেনা পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা জানতে অনেকেই কৌতূহলী। তাই দলের সভাপতি উদ্ধবজি ঠাকরের সঙ্গে আলোচনার পর এখানে আপডেট করা হল।’

‘মমতা দিদির বিরুদ্ধে টাকা, পেশিশক্তি ও সংবাদমাধ্যম সবকিছু ব্যবহার করা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গে শিবসেনা ভোটে না লড়ার ও মমতা দিদির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মমতা দিদির বিপুল সাফল্য কামনা করি। কারণ আমাদের বিশ্বাস, তিনিই বাংলার বাঘিনী।’

গত ১৭ জানুয়ারি শিবসেনা ঘোষণা করেছিল, তারা পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর রাউত টুইট করেন, ‘শিবসেনা শিগগির কলকাতায় আসছে।’

শিবসেনার এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপি সংসদ সদস্য মনোজ কোটাক।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

3h ago