অসুস্থ কিশোর হাসপাতালে ভর্তি হয়েছেন

‘কিশোরের সঙ্গে আজ মুশতাকেরও মুক্ত হওয়ার কথা ছিল’

কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৩০৩ দিন কারাবন্দি থাকার পর আজ মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
মুক্তি পাওয়ার পর বড় ভাই আহসান কবিরের সঙ্গে কিশোর। ছবি: সংগৃহীত

কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৩০৩ দিন কারাবন্দি থাকার পর আজ মুক্তি পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে হাসপাতালে যাওয়ার আগে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে দেখা করেন কিশোর ও তার বড় ভাই আহসান কবির। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌঁছান হাসপাতালে।

আজ সন্ধ্যায় আহসান কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সবসময় মনের একটা শিহরণ ছিল, কিশোর আমার ভাই। ৩০৩ দিন জেলে থাকার পর আজ কিশোর জেল থেকে মুক্ত হয়েছে। কিশোরের সঙ্গে আজ মুশতাকেরও মুক্ত হওয়ার কথা ছিল, অথচ সে আমাদের সঙ্গে নেই। মুশতাক আহমেদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি। মুশতাক যেন অনেক ভালো থাকে। যত দিন বেঁচে থাকব, ডিজিটাল নিরাপত্তা আইনের কথা যতদিন মানুষের মনে থাকবে, বিনম্র শ্রদ্ধায় তারা মুশতাককে স্মরণ করবে।’

আহসান কবির তার ফেসবুকে এ বিষয়ক একটি ভিডিও পোস্ট করেছেন।

তিনি আরও বলেন, ‘নিপীড়নমূলক এই আইনটি যত তাড়াতাড়ি বাতিল করা হয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তত মঙ্গল। কিশোরের জন্য যারা শুভ কামনা জানিয়েছেন, যারা এতদিন আমাদের পাশে ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। সবাই ভালো থাকবেন। ভালোবাসা নিরন্তর।’

আরও পড়ুন:

নির্যাতন করা হয়েছে, এখন হাসপাতালে যাচ্ছি: কিশোর

১০ মাস পর মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

মুশতাক আমার ভাই

কিশোরের জামিন আদেশ ৩ মার্চ

কিশোরকে নির্যাতনের অভিযোগ: সেশন কোর্টে আবেদন করার নির্দেশ

কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর

মুশতাকের মৃত্যুর পর কিশোরের জীবন নিয়ে শঙ্কা

কার্টুনিস্ট কিশোরকে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

কারাবন্দি কার্টুনিস্ট কিশোর পেলেন রবার্ট রাসেল কারেজ অ্যাওয়ার্ড

কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক গ্রেপ্তার

কিশোর ও মুশতাকের জামিন শুনানিতে অপরাগতা জানিয়েছেন ভার্চুয়াল আদালত

মুশতাক গতকালও জামিন পাননি, আজ কারাগারে মারা গেলেন

Comments