নারী চালকদের কাজের সুযোগ তৈরিতে বেটার ফিউচার ফর উইমেন-উবার চুক্তি
নারী চালকদের কাজের সুযোগ তৈরি করে দিতে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ‘বেটার ফিউচার ফর উইমেন’ (বিএফডব্লিউ) এর সঙ্গে একটি চুক্তি সই করেছে উবার।
নারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে উবারের চালক হিসেবে জীবিকা নির্বাহ নিশ্চিত করাই এ চুক্তির লক্ষ্য।
আজ বৃহস্পতিবার উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উবার বাংলাদেশের কান্ট্রি হেড মো. আলী আরমানুর রহমান এবং বিএফডব্লিউয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুমাইয়া শিমু এ চুক্তিতে সই করেন।
এতে বলা হয়, দক্ষতা বৃদ্ধি ও টেকসই জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে সমাজের প্রান্তিক নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা এ অংশীদারিত্বের লক্ষ্য। এছাড়া, চলতি মাসের শেষে উবার একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে, যেখানে আগ্রহী নারীরা উবার প্ল্যাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সঙ্গে যোগ দেওয়ার পর নারী চালকদের বিভিন্ন সহযোগিতা দিতে একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।
আলী আরমানুর রহমান বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নারীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ তৈরি করে দিতে উবার দৃঢ় প্রতিজ্ঞ। উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন সেগুলো বৃদ্ধি করতে বেটার ফিউচার ফর উইমেনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য উপার্জন, নিরাপত্তা ও সহায়ক পরিষেবার অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে নারী চালকদের আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করা। যেন তারা দেশের পরিবহন খাতে নিজেদের স্থান তৈরি করে নিতে পারেন।’
বেটার ফিউচার ফর উইমেনের প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু বলেন, ‘রাইডশেয়ারিং এখন ঢাকা ও বাইরের শহরের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের প্ল্যাটফর্মে নারীদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশি নারীদের জন্য আর্থিক সম্ভাবনা তৈরি করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তাতে যুক্ত হতে পেরে বেটার ফিউচার ফর উইমেন অত্যন্ত আনন্দিত।’
Comments