করোনাভাইরাস

আক্রান্ত ১১ কোটি ৫৫ লাখ, মৃত্যু ২৫ লাখ ৬৯ হাজারের বেশি

Corona_13Feb21.jpg
ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২৫ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাড়ে ছয় কোটির বেশি মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৮০৫ জন এবং মারা গেছেন ২৫ লাখ ৬৯ হাজার ১১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ছয় কোটি ৫৩ লাখ ৬০ হাজার ৯৪১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২০ হাজার ২২৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ ৯৩ হাজার ৭৩২, মারা গেছেন দুই লাখ ৬০ হাজার ৯৭০ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ লাখ পাঁচ হাজার ৮৭০ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১১ লাখ ৭৩ হাজার ৭৬১ জন, মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি আট লাখ ৩৯ হাজার ৮৯৪ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৮৮ হাজার ৮৬৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২১ লাখ ১২ হাজার ৫০৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৪৮ হাজার ৫৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ৪৩৫ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৬৮ জন।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

2h ago