এমপির শিপইয়ার্ডে লোহার পাতের আঘাতে ফোরম্যানের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙার ইয়ার্ডে লোহার পাতের আঘাতে এক কাটার ফোরম্যান মারা গেছেন। আজ শুক্রবার দিনগত রাতে উপজেলার বারআউলিয়া এলাকায় তাসিন স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ ইয়ার্ডটির স্বত্বাধিকারী চট্টগ্রাম-৫ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম। ফোরম্যানের নাম রিপন মিয়া (৩৭)। তিনি ময়ময়নসিংহ জেলার বাসিন্দা।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চট্টগ্রাম কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভংকর দত্ত বলেন, ‘একজন ফোরম্যান লোহার পাতের আঘাতে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। শুক্রবার হওয়ায় তদন্তে যেতে পারিনি৷ আগামীকাল আমরা তদন্তে যাব।’
রিপনের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে জানান, গতকাল মধ্যরাতে শিপের কাটিং কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন রিপন। সে সময় বড় লোহার টুকরো তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে এমপি দিদারুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি শ্রমিকের নিরাপত্তা দেওয়ার। এরপরও মাঝেমধ্যে দুর্ঘটনা হয়ে যায়।’
Comments