কুষ্টিয়ায় বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

কুষ্টিয়ার বড় স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের ২২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-গোয়ালন্দ ও রাজশাহী-ফরিদপুর-গোপালগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার মিলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
Fenchuganj Train
স্টার ফাইল ছবি

কুষ্টিয়ার বড় স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের ২২টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-গোয়ালন্দ ও রাজশাহী-ফরিদপুর-গোপালগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার মিলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে লাইন পরিদর্শনে থাকা একটি ট্রলির সঙ্গে মালবাহী টেনের মুখোমুখি সংঘর্ষ হলে ২২টি বগি লাইনচ্যুত হয়। কেউ হতাহত হয়নি। মালবাহী ট্রেনটি গম নিয়ে রাজশাহী থেকে ফরিদপুরে যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর থেকে খুলনা-গোয়ালন্দ ও রাজশাহী-ফরিদপুর-গোপালগঞ্জ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাকশীতে যোগাযোগ করা হয়েছে, উদ্ধারকারী ট্রেন আসবে।’

Comments