মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নিরাপত্তা পরিষদকে
মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।
আজ শনিবার রয়টার্স জানায়, গতকাল শুক্রবারও দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। গত মাসে সেনা অভ্যুত্থানের পর প্রতিদিনই সেনাবিরোধী গণবিক্ষোভ ও ধর্মঘটের ফলে বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
জাতিসংঘ জানিয়েছে, সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
তবে স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, মিয়ানমারজুড়ে বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ৬০ এর বেশি হতে পারে।
স্থানীয় গণমাধ্যম জানায়, গতকাল শুক্রবার মাগওয়ে অঞ্চলে অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এক কর্মকর্তা ও তার ভাইপো সেনা সমর্থকদের ছুরি হামলায় নিহত হয়েছেন।
গতকাল ক্রিস্টিন শার্নার বার্গেনার নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রশ্ন করেন, ‘মিয়ানমারের সেনাবাহিনীকে আমরা ছাড় দিয়ে আর কত দূর যেতে দেব?’
তিনি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের অবসান ও গণতন্ত্রকামী জনগণের পাশে জোরালোভাবে দাঁড়াতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল নেওয়ার পর নিরাপত্তা পরিষদ দেশটির জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলেও চীন ও রাশিয়ার বিরোধিতায় সরাসরি সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাতে পারেনি।
মিয়ানমারের পরিস্থিতি সম্পর্ক জানতে সামরিক জান্তার এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু তিনি ফোন ধরেননি।
আজ শনিবার সকাল থেকেই মিয়ানমারের দাউই শহরে জড়ো হতে শুরু করেছেন বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা গেছে।
Comments