রহস্যময় বিস্ফোরণ, ফেনীর আবাসিক ভবনটি ঘিরে রেখেছে পুলিশ
ফেনীর পৌর এলাকার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হলি ক্রিসেন্ট স্কুলের পাশে শফিক ম্যানশন নামে একটি বাড়ির পঞ্চম তলায় ভোররাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির জানালার গ্রিল-দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। এলাকাবাসী জানালে তিন জনকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনীর পৌর এলাকার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হলি ক্রিসেন্ট স্কুলের পাশে শফিক ম্যানশন নামে একটি বাড়ির পঞ্চম তলায় ভোররাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির জানালার গ্রিল-দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। এলাকাবাসী জানালে তিন জনকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে বিস্ফোরণের বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। আজ শনিবার সকালে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাত ১২টার দিকে বিকট শব্দে শফিক ম্যানশন নামে ওই ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কী থেকে বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে আমরা নিশ্চিত না।’
তিনি আরও বলেন, ‘বিস্ফোরণে মেহেরুন নেছা (৪০) এবং দুই তার মেয়ে হাফসা ইসলাম (১৫) ও ফারহা ইসলাম (১৮) দগ্ধ হয়েছেন। ফারহা সামান্য দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেহেরুন নেছা ও হাফসার শরীর ৬০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা আমাদের জানিয়েছেন, ওই বাসায় কোনো পুরুষ সদস্য ছিলেন না।’
‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তারা খতিয়ে দেখবেন কী থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপাতত বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে’— বলেন আলমগীর হোসেন।
Comments