রোজিনা ফিরলেন ১৪ বছর পর, ইলিয়াস কাঞ্চন ৩ বছর

‘ফিরে দেখা’ নামের একটি সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৪ বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী রোজিনা। আর প্রায় তিন বছর পর ইলিয়াস কাঞ্চন।
Illias kanchon and Rozina.jpg
ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। ছবি: সংগৃহীত

‘ফিরে দেখা’ নামের একটি সিনেমার মধ্য দিয়ে প্রায় ১৪ বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী রোজিনা। আর প্রায় তিন বছর পর ইলিয়াস কাঞ্চন। 

রোজিনা ২০০৬ সালে মতিন রহমান পরিচালিত ‘রাক্ষসী’ সিনেমায় শেষ অভিনয় করেছিলেন। আর ইলিয়াস কাঞ্চন শেষ অভিনয় করেছিলেন ২০১৮ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমায়।

‘ফিরে দেখা’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন এ দুজন। কয়েকদিন আগে ‘আর জনমে হইও তুমি’ শিরোনামের একটি গানের শুটিং শেষ করেছেন তারা। গত ২ মার্চ থেকে শুরু হয়েছে শুটিং, চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘ফিরে দেখা’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। ছবিতে আরও অভিনয় করছেন নিরব ও অর্চিতা স্পর্শিয়া।

ইলিয়াস কাঞ্চন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এ সময়ে ভালোমানের ছবি খুব একটা হয় না। মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এই ছবির গল্প, আমার চরিত্র পছন্দ হয়েছে খুব। সরকারি অনুদানের ছবি এটা। রোজিনা আমার দীর্ঘদিনের সহকর্মী, তার কারণেই ছবিটা করছি। বাকিটা দর্শকেরা দেখে বলবেন যে কেমন হয়েছে।’

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago