পাবনায় ‘অন্তরাত্মা’র শুটিংয়ে শাকিব খান
শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে পাবনায়।
আজ শনিবার থেকে শুরু হওয়া সিনেমাটির জমকালো মহরত গতকাল শুক্রবার রাতে রত্নদ্বীপ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
কেক কেটে সিনেমাটির শুভ মহরত ঘোষণা করেন শাকিব খান। এসময় আরও উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে।
শাকিব খান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই সিনেমার গল্প যখন শুনেছি তখন আমার ভেতরটা ছুঁয়ে গেছে। নায়ক হিসেবে কখন নিজেকে পর্দায় দেখবো সেই অপেক্ষায় আছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের বাঙালিরাও সিনেমাটি দেখতে পাবেন। অনেক দিন পর এমন গল্পের ছবিতে অভিনয় করছি।’
পরিচালক ওয়াজেদ আলী সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ থেকে শাকিব খান ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। আগামী ৮ মার্চ থেকে সিনেমার নায়িকা দর্শনা যোগ দেবেন। পাবনা থেকে শুটিং শুরু হয়েছে। নাটোরসহ আরও কয়েকটি জায়গায় আগামী তিন সপ্তাহ শুটিং চলবে।’
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Comments